সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানে বিক্ষোভ-সংঘাতে মৃতের সংখ্যা প্রায়  ১০০

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০১  

ইরানে-বিক্ষোভ-সংঘাতে-মৃতের-সংখ্যা-প্রায়- ১০০

ইরানে-বিক্ষোভ-সংঘাতে-মৃতের-সংখ্যা-প্রায়- ১০০

ইরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনি নিহতের ঘটনায় চলমান বিক্ষোভ টানা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।

রোববার (২ অক্টোবর) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জন। দেশটির জাহেদান শহরেই গেলো এক সপ্তাহের বিক্ষোভ-সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪১ জন।

গেলো মাসে কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেফতার হন মাহশা আমিনি। পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে ১৬ সেপ্টেম্বর ঐ নারীর মৃত্যু হয়। এরপরই হিজাব বিরোধী ক্ষোভ ছড়ায় গোটা ইরানে। দেশটির নারীদের সমর্থন জানাচ্ছে অন্যান্য দেশও।

চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পোড়াচ্ছেন, গোয়েন্দা কর্মকর্তাদের সামনে চুল খুলে নাচছেন, যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করছে। প্রতিদিনই বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে।

আরো পড়ুন>> ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠের সংঘর্ষে নিহতদের সংশোধিত তালিকা প্রকাশ

আইএইচআর বলছে, সরকারি আইনশৃঙ্খলা-বাহিনীর হাতে বিক্ষোভকারীদের এভাবে নিহত হওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের সমতুল্য।

আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক।

তবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অভিযোগ, দেশে অসন্তোষ ছড়ানোর পেছনে রয়েছে পশ্চিমা উসকানি।

রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেছেন, তার দেশে চলমান বিক্ষোভের পেছনে পশ্চিমের দেশগুলোর হাত রয়েছে। দেশটিতে গত কয়েকদিনে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

সূত্র: সিজিটিএন

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর